Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ১ - Laravel পরিচিতি

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব  ১ - Laravel পরিচিতি



আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই? বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ১ সবাইকে স্বাগতম। এ টিউটোরিয়াল  সিরিজে আজ থেকে যদি আপনি নিয়মিত অনুসরন করেন তাহলে অবশ্যই আপনিও একজন ভাল মানের Laravel Developer হতে পারবেন। আশা রাখি আপনাদের ভাল কিছু শেখাতে পারব। টিউটোরিয়াল  সিরিজ জুরে সাথেই থাকবেন ।
Laravel পরিচিতি
বতৃমান সময়ে Laravel খুব জনপ্রিয় এবং Security সম্পন্ন  MVC পিএইচপি ফ্রেমওয়ার্ক, Laravel ডেভেলপারদের কাছে দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। Laravel  পিএইচপি ফ্রেমওয়ার্ক  ছোট বড় যে কোন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন।  Laravel ২০১১ সালে এর প্রতিষ্ঠাতা টেইলর ওটওয়েল।
Laravel শেখার পূর্বশর্ত
এই টিউটোরিয়াল শিখতে হলে আপনাকে আগে থেকেই, এইচটিএমএল, সিএসএস, কোর পিএইচপি এবং অ্যাডভান্স পিএইচপি এর সাথে পরিচিত জানা থাকতে হবে। PHP টা অবশ্যই জানা থাকতে হবে। কারণ Laravel PHP  Framework। 
পর্ব  ১ এখানেই শেষ করছি। ২য় পর্ব এ আমরা Laravel Framework দিয়ে একটি Project তৈরি করব। 
 Video টিউটোরিয়াল
বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব  ১ নিয়ে আমাদের Video টিউটোরিয়াল আছে,
আপনি চায়লে Video টিউটোরিয়ালটিও দেখে Laravel শিখতে পারেন। ভিডিটি নিচে দেওয়া হল দেখুন। আমাদের youtube channel টি অবশ্যই Subscribe করবেন।

সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment