Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ৩ - Laravel Project Folder Structure পরিচিতি

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব  ১ - Laravel পরিচিতি

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ২ - Create Laravel Project 

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ৩ - Laravel Project Folder Structure  পরিচিতি




আসসালামু ওয়ালাইকুম । আশা করি সবাই ভাল আছেন । বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব  আবারও সবাইকে স্বাগতম জানাই। যারা এখনও ১ম এবং ২য় পর্ব দেখেন নাই তারা উপরের পর্ব গুলোর  লিংক থেকে ঘুড়ে আসলে এই পর্ব টা বুজতে আপনার খুবই সহজ মনে হবে।  গত পর্বে আমরা Laravel দিয়ে একটি Project তৈরি করেছি। আজ আমরা আমাদরে Laravel Project এর Folder Structure নিয়ে আলোচনা করব। Laravel Project কোন Folder কোথায় কি থাকে এবং সেগুলো কি কাজ করে তা এই টিউটোরিয়াল এর মাধ্যে জানতে পারবেন। 

প্রথমে Project টি ইডিটরে ওপেন করে নিব। নিচের ছবির মত।

App

এটি অ্যাপ্লিকেশন ফোল্ডার এবং Project এর সম্পূর্ণ সোর্স কোড গুলো থাকে। এতে events, exceptions এবং middleware রয়েছে। নীচে অ্যাপ্লিকেশন ফোল্ডারের বিভিন্ন সাব ফোল্ডার গুলো রয়েছে-

Console

কনসোল Laravel  এর জন্য প্রয়োজনীয় artisan কমান্ড অন্তর্ভুক্ত। এটি কমান্ড নামে একটি ডিরেক্টরি অন্তর্ভুক্ত করে, যেখানে সমস্ত কমান্ড সঠিক স্বাক্ষর দিয়ে ঘোষণা করা হয়। ফাইল Kernal.php কমান্ড কল করে।

আরো বিস্তারিত নিচের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখুন..



 আমাদের youtube channel টি অবশ্যই Subscribe করবেন।
সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment