Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ২ - Create Laravel Project

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব  ১ - Laravel পরিচিতি

Laravel Tutorial For Beginners Step By Step বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ২ - Create Laravel Project 




আসসালামু ওয়ালাইকুম । আশা করি সবাই ভাল আছেন । বাংলায় PHP Laravel Framework টিউটোরিয়াল পর্ব ২ আবারও সবাইকে স্বাগতম জানাই। যারা প্রথম পর্ব এখনও দেখেন নাই তারা উপরের পর্ব ১ এর লিংক থেকে ঘুড়ে আসলে এই পর্ব টা বুজতে আপনার খুবই সহজ মনে হবে।  পর্ব ১ এ আমরা Laravel সম্পর্কে ব্যাসিক পরিচিতি জেনেছি। আর কথা না বাড়িয়ে টিউটোরিয়াল এর দিকে এগিয়ে যায়। আজ আমরা একটি Laravel Project তৈরি করব। 

Laravel শুরু কারার জন্য বা Laravel Project তৈরি করার জন্য কম্পোজার নামক একটি সফটওয়ার দরকার। 
এই অধ্যায়ে, Laravel এর ইনস্টলেশন প্রক্রিয়া দেখাব। আপনার সিস্টেমে / কম্পিউটারে Laravel ইনস্টল করার কম্পোজার ইনস্টল  দিতে হবে।  কম্পোজার ইনস্টল করার জন্য নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে -

পদক্ষেপ 1:- নিম্নোক্ত URL থেকে আপনার সিস্টেমে / কম্পিউটারে ইনস্টল করার জন্য কম্পোজার ডাউনলোড করুন।

অন্য সফটওয়ার গুলোর মতই ইনস্টল করুন। এরপর চেক করুন ইনস্টল হয়েছে কি না। কিভাবে করবেন?
টারমিনাল বা সিএমডি ওপেন করে টাইপ করুন  composer 
এন্টার চাপুন, যদি নিচের ছবির মত আসে তাইলে আপনি সফল ভাবে composer সফটওয়ারটি ইনস্টল করেছেন।


পদক্ষেপ 1:-  এখন Laravel Project তৈরি করব। আপনি চায়লে Laravel এর অফিসিয়াল সাইট থেকে আরো বিস্তারি দেখে আসতে পারেন।  এ জন্য আবার টারমিনাল বা সিএমডি ওপেন করে নিচের কোডটা লিখে ইন্টার চাপুন,
composer create-project --prefer-dist laravel/laravel mylaravelproject
composer  ইনস্টল এবং  Laravel Project তৈরির সময় অবশ্যই নেট থাকতে হবে। Laravel Project ডাউনলো হতে কিছু সময় লাগবে। 
এই সময়ের  মধ্যে জেনে নেওয়া যাক Laravel Project তৈরি আমরা যে কোডটা সম্পর্কে। composer  এর মাধ্যমে যেহেতু আমরা Laravel Project তৈরি করছি সে জন্য composer create-project --prefer-dist এর পর এর টুকু laravel/laravel এটা Laravel Framework তারপরের টুকু mylaravelproject এটি Project এর নাম। এখানে আপনার ইচ্ছা মত নাম দিতে পারেন।
Project তৈরি হয়ে গেলে  টারমিনাল বা সিএমডি দিয়ে Project root এ ডুকুন,
cd mylaravelproject
 তারপর নিচের কোডটা লিখে ইন্টার দেন
php artisan serve
Laravel development server start হবে নিচের ছবির মত।


এখন আমাদের Project লাইভ দেখতে পাব। Laravel development server এ একটি URL দিয়েছে । Browser এ URL দিয়ে ডুকুন নিচের ছবির মত যদি আসে তাহলে এতক্ষন এর কষ্ট সফল হয়েছে।


এ পর্যন্ত কারো বুঝতে কোন সমস্য হলে নিচের ভিডিওটি দেখতে পাবেন।



আপনি চায়লে Video টিউটোরিয়ালটিও দেখে Laravel শিখতে পারেন। আমাদের youtube channel টি অবশ্যই Subscribe করবেন।
সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment